Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিশ্বে খাদ্যপণ্যের দাম ১৮ শতাংশ কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৩:২৩ পিএম


বিশ্বে খাদ্যপণ্যের দাম ১৮ শতাংশ কমেছে

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর গত বছরের মার্চে খাদ্যপণ্যের দাম যেভাবে আকাশ ছুঁয়েছিল সে তুলনায় গত মাসে তা ১৮ শতাংশ কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

এফএওর প্রকাশিত সূচকে দেখা যায়, গত এপ্রিল থেকে টানা ১০ মাস বিশ্বে খাদ্যপণ্যের দাম কমছে।

সর্বশেষ জানুয়ারিতেও খাদ্যশস্যের দাম কিছুটা কমেছে। গত মাসে খাদ্যপণ্যের বৈশ্বিক গড় দামের সূচক ছিল ১৩১ দশমিক ২ পয়েন্ট, যা ডিসেম্বরে ছিল ১৩২ দশমিক ২

ভোজ্যতেল, দুগ্ধজাত পণ্য, চিনির দাম কমায় এই সূচক নিম্নগামী। তবে খাদ্যশস্য ও মাংসের দাম প্রায় আগের মতোই আছে।

বিশ্ব খাদ্য সংস্থার মতে, আন্তর্জাতিক বাজারে গমের দাম কমেছে ২ দশমিক ৫ শতাংশ। অস্ট্রেলিয়া ও রাশিয়ায় উৎপাদন প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় দাম কমেছে গমের।

যদিও চালের দাম বেড়েছে ৬ দশমিক ২ শতাংশ। বিশেষ করে এশিয়ার রপ্তানিকারক কয়েকটি দেশে চালের চাহিদা বেড়ে যাওয়ায় দামের এই উল্লম্ফন।

গত জানুয়ারিতে ভোজ্যতেলের দাম কমেছে দুই দশমিক ৯ শতাংশ, দুগ্ধজাত পণ্য এক দশমিক ৪, চিনি এক দশমিক এক এবং মাংসের দাম কমেছে প্রায় শূন্য দশমিক এক শতাংশ।

এআরএস

Link copied!