Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের প্রশিক্ষণ-ব্যবসা উন্নয়ন সভা

অর্থনৈতিক প্রতিবেদক

ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৪:২৯ পিএম


কুমিল্লায় জেনিথ ইসলামী লাইফের প্রশিক্ষণ-ব্যবসা উন্নয়ন সভা

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কুমিল্লা ডিভিশনাল অফিসের উদ্যোগে কর্মী প্রশিক্ষণ ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) কুমিল্লা শহরে কান্দিরপাড়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এস এম নুরুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জিএম ও কুমিল্লা ডিভিশনাল ইনচার্জ  মো. আব্দুল কাদের।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীর প্যানেল ট্রেনার প্রশিক্ষক আল আমিন মোহাম্মদ, কোম্পানির জিএম হাবিবুর রহমান, আমিনুল হক ভূঁইয়া ও মো. এমদাদ উল্লাহ মজুমদার প্রমুখ।

এআরএস

Link copied!