Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

প্রকৌশলী মোহাম্মদ হোসাইন আইইবির ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১১, ২০২৩, ০৫:৫৫ পিএম


প্রকৌশলী মোহাম্মদ হোসাইন আইইবির ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচিত
প্রকৌশলী মোহাম্মদ হোসাইন

দেশের সবচেয়ে প্রাচীন পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)‍‍`র ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচনে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ও পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন সর্বাধিক ভোট পেয়ে ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

তিনি মোট ৩৭৩৫ ভোট পেয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রকৌশলী আমিনুর রশিদ মাসুদ পেয়েছেন ৫৬৪ ভোট। নির্বাচনে ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করে।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশে আইইবি‍‍`র ১৮টি কেন্দ্র, ৩৩ টি উপকেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

উল্লেখ্য, প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বর্তমানে আইইবি‍‍`র ভাইস প্রেসিডেন্ট।

আইইবি’র ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচনে প্রেসিডেন্ট পদে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর ও সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, ‍‍`উন্নত জগৎ গঠন করুন‍‍` এই স্লোগানে ১৯৪৮ সালের পেশাজীবিদের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) প্রতিষ্ঠা হয়েছে।

এআরএস

Link copied!