Amar Sangbad
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪,

ডিএসইর টপটেন লুজার তালিকা

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০৫:৫১ পিএম


ডিএসইর টপটেন লুজার তালিকা

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৪টির বা ৫১.০৯ শতাংশের শেয়ার ইউনিটের দর কমেছে।

ডিএসই সূত্রে জানা যায়, টপটেন লুজার তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল কম। আগের কার্যদিবস ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৩.৪০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯৬.০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭.৪০ টাকা বা ৭.১৬ শতাংশ কমেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামিকের ৬.৯০ শতাংশ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ৬.১৬ শতাংশ, ইউনিক হোটেল এন্ড রিসোর্টের ৬.০৫ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৬.০৩ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ৫.৪২ শতাংশ, জেএমআই হসপিটালের ৫.৩১ শতাংশ, বসুন্ধরা পেপারের ৫.০৬ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.০২ শতাংশ এবং আমরা নেটওর্য়াকের ৪.৮২ শতাংশ শেয়ার দর কমেছে।

এআরএস

Link copied!