ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ০৮:২৭ পিএম
বেড়েছে ব্যাংক কার্ডের মাধ্যমে বিদেশি মুদ্রার লেনদেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে, ২০২২ সালে ৫ হাজার ১১৯ কোটি টাকার বিদেশি মুদ্রার লেনদেন হয়েছে। শতাংশ হিসাবে এই অঙ্ক আগের বছর ২০২১ সালের চেয়ে ১৬৫ দশমিক ৯৬ শতাংশ বেশি। ২০২১ সালে কার্ডের মাধ্যমে বিদেশি মুদ্রার লেনদেন হয়েছিল ১ হাজার ৯২৫ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংক সোমবার (১৩ ফেব্রুয়ারি) এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যায়, ক্রমাগতভাবে বাড়ছে কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেনের পরিমাণ। এতে দেখা যায়, ডিসেম্বর মাসে কার্ডের মাধ্যমে প্রায় ৬৩৯ কোটি টাকার সমপরিমাণ বিদেশি মুদ্রা লেনদেন হয়েছে। শতাংশ হিসাবে এই অঙ্ক গত বছরের ডিসেম্বরের চেয়ে ১৫৫ দশমিক ৬৩ শতাংশ বেশি। ২০২১ সালের ডিসেম্বরে কার্ডের মাধ্যমে ২৫০ কোটি টাকার বিদেশি মুদ্রা লেনদেন হয়েছিল।
প্রায় এক বছর ধরে দেশে ডলারের সংকট চলছে। সোমবার আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলারের সর্বোচ্চ দর ছিল ১০৭ টাকা। আর সর্বনিম্ন দর ছিল ১০৬ টাকা ৬৫ পয়সা। এক বছর আগে এই ডলারের দর ছিল ৮৫ টাকা ৭০ পয়সা। খোলাবাজার বা কার্ব মার্কেটে ডলারের দর বেড়ে ১২০ টাকা ছাড়িয়ে গিয়েছিল। এখন ১১২ টাকা ২০ পয়সা বিক্রি হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেছেন, ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসার কাজে অনেকেই বিদেশে কার্ডের মাধ্যমে ডলার নিয়ে যাচ্ছেন। সে কারণে কার্ডের মাধ্যমে ডলারের লেনদেন বেড়েছে।
এ বিষয়ে বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘বাইরের দেশে এখন অনেকেই নগদ মুদ্রা ব্যবহার করতে চান না। ফলে আগের চেয়ে কার্ডের মাধ্যমে মুদ্রার লেনদেন বেড়ে গেছে।’
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, বাংলাদেশি একজন নাগরিক ভ্রমণের জন্য বছরে ১২ হাজার ডলার সঙ্গে নিতে পারবে। চিকিৎসার জন্য অনুমতি ছাড়া ১০ হাজার ডলার এবং শিক্ষার জন্য গ্রেড ১২-এর নিচে বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানে যত লাগবে তত নিতে পারবে।
কেএস