Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ডিএসইতে সূচক-লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ০৬:০১ পিএম


ডিএসইতে সূচক-লেনদেন কমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন হয়েছে। ডিএসইতে আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) শেয়ার লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ১০ লাখ টাকার। যা আগের দিন থেকে ২ কোটি ৩১ লাখ টাকা কম। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৪৩৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৬৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ২২৬ পয়েন্টে।

ডিএসইতে আহ ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৩টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিচ সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ১২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার।

এআরএস

Link copied!