মার্চ ১৬, ২০২৩, ০৪:৪২ পিএম
পোল্ট্রি মুরগির দাম নিয়ে বড় দুঃসবাদ দিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, বাজারে চাহিদা যোগানের ভারসাম্য না থাকায় এখনই কমছে না পোল্ট্রি মুরগির দাম। এজন্য আরও ৬ থেকে ৭ মাস অপেক্ষা করতে হবে। অথাৎ সহসাই কমছে না মুরগির দাম।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে ৩ দিনব্যাপী ‘১২তম আন্তর্জাতিক পোল্ট্রি শো ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
কৃষিমন্ত্রী বলেন, ‘আগামী রোজায় পোল্ট্রির দাম আর বাড়বে না, তবে যা দাম বৃদ্ধির সেটা ইতোমধ্যে বেড়ে গিয়েছে। এটা ভালো দিক না।’
দাম বৃদ্ধির প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দেশের ভেতর ও আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণেই পোল্ট্রি মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন ধরে খামারিরা ক্ষতিগ্রস্ত হয়ে আসছিল। অনেকে উৎপাদন বন্ধ করে দিয়েছিল। ফলে বাজারে যোগানের ঘাটতি রয়েছে।’
তবে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘নতুন খামারিরা আবার উৎপাদনে আসবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে। এতে ৬-৭ মাস সময় লেগে যাবে।’
এআরএস