Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

ঈদের আগেই জমজমাট বেচাকেনা নবীন ফ্যাশনের পাঞ্জাবি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৭, ২০২৩, ০৭:০৩ পিএম


ঈদের আগেই জমজমাট বেচাকেনা নবীন ফ্যাশনের পাঞ্জাবি

বর্তমানে দেশের বাজারে সব কিছুর দামই বাড়তি। কোন কিছুই যেন মধ্যবিত্তের নাগালে নেই। এই পরিস্থিতির মাঝেও পুরান ঢাকার নবীন ফ্যাশন ক্রেতাদের জন্য ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি করছে।

শুক্রবার (১৭ মার্চ) সরেজমিনে পুরান ঢাকার লালবাগ হরনাথ ঘোষ রোডে নবীন ফ্যাশন প্রধান শাখায় গেলে দেখা যায় পাঞ্জাবি কিনতে ক্রেতাদের উপচে পরা ভিড়। পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে লোকজন সুলভ মূল্যে পাঞ্জাবি কিনতে আসছেন নবীন ফ্যাশনে।

৩০০ টাকা থেকে শুরু করে এই দোকানে ৬৩০০ টাকা দামেরও পাঞ্জাবি বেচাকেনা হয়। পাঞ্জাবি কিনতে আসা এক ক্রেতা আফসা ইসলাম জানান, এই দোকানের পাঞ্জাবির দাম অন্য দোকান গুলোর থেকে অনেক কম।

মানের দিক বিবেচনায় অনেক উন্নত ,সেই সাথে এখানের কাপড়ের মানও খুব ভালো।আমার ছেলে এখান থেকে পাঞ্জাবি কিনেই সবসময় পরে।তাই ছেলের জন্য আবারও এই দোকান থেকে পাঞ্জাবী কিনতে আসলাম।

নবীন ফ্যাশন ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান জানান,বাংলাদেশেরঐতিহ্য ,সংস্কৃতি ,ইসলামীক চিন্তাভাবনা থেকেই পাঞ্জাবির ব্যবসা এবং আমার বাবার ব্যবসায়ীক ইতিহাস ধরে রাখতে ও সকলের সখ পূরণের জন্যই  সামান্য লাভের এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। বর্তমান পরিস্থিতিতে প্রতিটি জিনিস পত্রের দাম বাড়তি। যেখানে একটি পাঞ্জাবির মজুরি ৩০০ থেকে ৫০০ টাকার উপরে সেখানে নবীন ফ্যাশন থেকে ৩০০ টাকা দিয়েই সুন্দর একটি পাঞ্জাবি পাওয়া যায়।  ৯৫% পুরুষ তার আয়ের সব টুকুই পরিবারের জন্য ব্যয় করেন কিন্তু নিজের জন্য বাজেট করার ইচ্ছা করেন না। আমাদের ইচ্ছা সেই সকল পুরুষ কে সামান্য বাজেটে স্মার্ট ভাবে সাজিয়ে তোলা। আমাদের রয়েছে পাঞ্জাবী,পায়জামা,কাবলী সেট ও কটি। আমাদের চাওয়া হলো সবাই যেন পাঞ্জাবী কিনতে পারে এবং প্রিয়জনকে উপহার দিয়ে ভালোবাসার সম্পর্ক অটুট করতে পারে। তাই আমাদের ভিশন ২০২৮ সালে বাংলাদেশের সবাইকে আমারা পাঞ্জাবী পড়াতে পারবো। ইনশাআল্লাহ এখন একটাই স্লোগান আমাদের , সবাই যখন দাম বাড়ানোর কাজে ব্যস্ত ঠিক তখনই আমরা দাম কমানোর কাজে ব্যস্ত রয়েছি । আর এই প্রতিষ্ঠানের লভ্যাংশ আমরা  অসহায়দের মাঝে ইফতার ও সেহরি প্রদান সহ বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় দান করে থাকি।

জানা যায়, ১৯৮৮ সাল থেকে এই নবীন ফ্যাশন এর যাত্রা শুরু। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ ১২ টি স্থানে তাদের শাখা রয়েছে। খুব শিগগিরই আরো ৩৮টি নতুন শাখা চালু করতে কাজ কর যাচ্ছে প্রতিষ্ঠানটি। 
ঢাকায় সর্বমোট ৫০টি শাখা চালু করার পর বাংলাদেশ এর বিভিন্ন জেলায় নিজেদের শাখা চালু করবেন।

আতিফ/আরএস
 

Link copied!