Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৭ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৩, ২০২৩, ১০:৫১ এএম


বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৭ শতাংশ

সৌদি আরব, ইরাকসহ উপসাগরীয় কয়েকটি দেশ তেলের উত্তোলন কমানোয় অপরিশোধিত তেলের দাম বেড়েছে প্রায় ৭ শতাংশ। এতে বিরুপ প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের।

রোববার পেট্রোলিয়াম রপ্তানিকারক জোট-ওপেক সদস্য সৌদি আরবসহ একাধিক দেশ তেল উত্তোলন প্রতিদিন সাড়ে ১১ লাখ ব্যারেল কমিয়ে আনার আকস্মিক সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করে । পরে বলা হয়, এটি সতর্কতামূলক পদক্ষেপের অংশ।

এ ঘটনায় অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ন্যূনতম ৫ ডলার বেড়ে ৮৫ ডলারের ওপরে বিক্রি হচ্ছে।

বাজারে অনিশ্চয়তা তৈরি করার মতো এমন পদক্ষেপ নেয়ার কোনো যুক্তি নেই বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে । মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য উত্তোলন ও সরবরাহ বাড়িয়ে তেলের দাম কমাতে দীর্ঘদিন ধরেই সরব যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এই দাবি তুলে আসছে বাইডেন প্রশাসন।

সোমবার ওপেক জোটের মন্ত্রিপর্যায়ের বৈঠকে তেল উত্তোলন প্রতিদিন ২০ লাখ ব্যারেল কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়। বৈঠকটিতে ভার্চুয়ালি অংশ নেয় সৌদি আরব ও রাশিয়া ।

এমএইচআর

Link copied!