Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উন্নয়ন সভা অনুষ্ঠিত

অর্থনৈতিক প্রতিবেদক

অর্থনৈতিক প্রতিবেদক

এপ্রিল ৫, ২০২৩, ০৬:৫৪ পিএম


জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উন্নয়ন সভা অনুষ্ঠিত

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দিনব্যাপী মাসিক ব্যবসা উন্নয়ন সভা ও কর্মী দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর পল্টন টাওয়ারের ইআরএফ মিলনায়তনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন-ফখরুদ্দিন আসিফ (পাওয়ার ট্রেইনার ইন কর্পোরেটফাউন্ডার এন্ড বিডিও-সেলফ মেডবাংলাদেশ)। 

আরো উপস্থিত ছিলেন-কোম্পানীর সকল সংগঠন প্রধান, প্রধান কার্যালয়ের প্রশিক্ষক ও ইভিপি মজিবুল মাওলা লিটন ও সমগ্র বাংলাদেশ থেকে বাছাইকৃত প্রায় ২শতাধিক উন্নয়ন কর্মকর্তা। 

সভার সভাপতিত্ব করেন মোহাম্মদ নিজাম উদ্দিন, ইনচার্জ ও ভিপি (উন্নয়নপ্রশাসন)। সভা শেষে প্রধান অতিথি সফল উন্নয়ন কর্মকর্তাদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণ করেন।

এমএইচআর

Link copied!