Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের এক কোটি টাকা দেবে এফবিসিসিআই

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ৯, ২০২৩, ০৯:৩৫ পিএম


বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের এক কোটি টাকা দেবে এফবিসিসিআই

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এক কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন।

রোববার (৯ এপ্রিল) দুপুর আড়াইটায় বঙ্গবাজারে পুড়ে যাওয়া মার্কেট পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।

জসিম উদ্দিন বলেন, এখানকার ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ব্যবসা করে এ রোজার মাসে। এই মার্কেটটির একটা স্থায়ী সমাধান দরকার। এজন্য দোকান মালিক সমিতিকে আহ্বান জানাই এর একটি স্থায়ী ব্যবস্থা করার জন্য। প্রয়োজনে এফবিসিসিআই তাদের পাশে থাকবে।

এফবিসিসিআই সভাপতি আরও বলেন, সকল ব্যবসায়ীদের আহ্বান জানাব তাদের পাশে দাঁড়ানোর জন্য। ব্যবসায়ীরা পাশে দাঁড়ালে সাধারণ মানুষও তাদের পাশে দাঁড়াবে।

এআরএস

Link copied!