Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি শুরু

হাকিমপুর ( দিনাজপুর ) প্রতিনিধি

হাকিমপুর ( দিনাজপুর ) প্রতিনিধি

এপ্রিল ২৫, ২০২৩, ০১:৪৫ পিএম


ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৬ দিনের ছুটি শেষে দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।

তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু‍‍`দেশের পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ছিলো।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।

তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে টানা ৬ দিন ছুটি শেষে আজ মঙ্গলবার ভারত বাংলাদেশ দুই দেশের মাঝে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, ঈদুল ফিতর উপলক্ষে টানা ৬ দিন ছুটি শেষে মঙ্গলবার থেকে আমদানি রফতানি কার্যক্রম ও বন্দরের অভ্যান্তের কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে। তবে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও সরকারি ছুটির দিন ব্যতীত বন্দরের ভেতরের কার্যক্রম চালু ছিলো। 

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এর ইনচার্জ শেখ আশরাফুল বলেন, বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।

এইচআর
 

Link copied!