নিজস্ব প্রতিবেদক
মে ৪, ২০২৩, ১১:১০ এএম
নিজস্ব প্রতিবেদক
মে ৪, ২০২৩, ১১:১০ এএম
আজ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সরকারি ছুটি। তবে কেন্দ্রীয় ব্যাংক হজ ব্যবস্থাপনার সুবিধার্থে বৃহস্পতিবার (৪ মে) সংশ্লিষ্ট ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে।
বুধবার (৩ মে) এর আগে, বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এটি বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, হজ ব্যবস্থাপনার স্বার্থে ৪ মে সরকারি ছুটির দিন নির্ধারিত ব্যাংক সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখতে হবে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হলো।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।
আগামী ২১ মে বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হবে। বাংলাদেশ সময় রাত পৌনে ৪টায় হজযাত্রীদের প্রথম ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে।
এইচআর