Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

জাতীয় বাজেট ২০২৩-২৪

বন ও জলবায়ু খাতে ১ হাজার ৬৩৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

মো. মাসুম বিল্লাহ

জুন ১, ২০২৩, ০৬:৩৮ পিএম


বন ও জলবায়ু খাতে ১ হাজার ৬৩৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

২০২৩-২৪ অর্থবছরে পরিবেশ, বন ও জলবায়ু খাতে ১ হাজার ৬৩৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু খাতে ১ হাজার ৬৩৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 

গত অর্থবছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ১ হাজার ৫০১ কোটি টাকা। সংশোধিত বাজেটে যা হ্রাস পেয়ে দাঁড়িয়েছিল ১ হাজার ৩৫৭ কোটি টাকা।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, “আগামী অর্থবছরে পরিবেশ, বন ও জলবায়ু খাতে ১ হাজার ৬৩৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি যা ২০২২-২৩ অর্থবছরে ছিল ১ হাজার ৫০১ কোটি টাকা।”

তিনি আরো বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জন্য উন্নয়ন ব্যয় হিসেবে ৮৫১ কোটি এবং অনুন্নয়ন ব্যয় হিসেবে ৭৮৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

আরএস

Link copied!