Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিমার আওতায় আসছেন সরকারি চাকরিজীবীরা

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৬, ২০২৩, ০৪:২৯ পিএম


বিমার আওতায় আসছেন সরকারি চাকরিজীবীরা

সরকার সরকারি চাকরিজীবীদের বিমার আওতায় আনার উদ্যোগ নিয়েছে। এজন্য একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে পরিচালিত হবে।

এ বিষয়ে মতামত জানতে চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ৩ আগস্ট সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব-সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিমা সেবার আওতায় আনতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের উদ্দেশ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ গত ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৩৫তম বোর্ড সভায় উপস্থাপন করা হয়। সভায় স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের প্রয়োজনীয়তা-যৌক্তিকতা, জীবন বিমা করপোরেশন থেকে পাওয়া প্রস্তাব, সুবিধা-অসুবিধা ইত্যাদি বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে দুটি সিদ্ধান্ত গৃহীত হয়।

এগুলো হলো- ১. বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের প্রস্তাব নীতিগত অনুমোদন করা হয়। ২. বিমা কোম্পানি গঠনের লক্ষ্যে বিমা বিশেষজ্ঞ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়।

এসব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অধীনে একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া রুলস অব বিজনেস অনুযায়ী একটি স্বতন্ত্র বিমা কোম্পানি গঠনে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়-বিভাগ তথা সব স্টেকহোল্ডারদের মতামত প্রয়োজন। আগামী ২৭ আগস্টের মধ্যে সুস্পষ্ট মতামত ই-নথিতে পত্রজারির মাধ্যমে অথবা [email protected] ই-মেইল ঠিকানায় পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

এইচআর

Link copied!