Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

শেয়ারহোল্ডারদের হতাশ করলো ফার্স্ট ফাইন্যান্স

অর্থনৈতিক প্রতিবেদক

অর্থনৈতিক প্রতিবেদক

আগস্ট ১৭, ২০২৩, ১২:৪২ পিএম


শেয়ারহোল্ডারদের হতাশ করলো ফার্স্ট ফাইন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড তার শেয়ারহোল্ডারদের হতাশ করলো। 

প্রতিষ্ঠানটির জানুয়ারি থেকে ডিসেম্বর-২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ট ঘোষণা করেছে পরিচালনা পর্ষদ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে প্রতিষ্ঠানটির আয়ের বিপরীতে শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ৫২ পয়সা। লোকসানে থাকায় শেয়াহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি পর্ষদ। এর ফলে টানা তিন বছর শেয়াহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।

এর আগের ২০১৯ সালে সর্বশেষ ২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল। ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার সংখ্যা ১১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৬৬৩টি। কোম্পানির মঙ্গলবার দিনের শুরুতে মূল্য ছিল ৫ টাকা ৫০ পয়সা।

লোকসান বাড়ায় চলতি বছরের গত ৩১ ডিসেম্বর সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ঋণাত্মক ২৮ টাকা ৮৪ পয়সা।

এদিকে নতুন বছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ১ টাকা ৯১ পয়সা। আর দ্বিতীয় প্রান্তিকে লোকসান দাঁড়িয়েছে ৭০ পয়সা। দুই প্রান্তিক মিলে শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ২ টাকা ১০ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ২ টাকা ৬১ টাকা।

এইচআর

Link copied!