Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

অগ্রণী ব্যাংকের আরও এক ঋণখেলাপি গ্রেপ্তার

অর্থনৈতিক প্রতিবেদক

অর্থনৈতিক প্রতিবেদক

আগস্ট ২৪, ২০২৩, ০৭:৫৩ পিএম


অগ্রণী ব্যাংকের আরও এক ঋণখেলাপি গ্রেপ্তার

খেলাপি ঋণ আদায়ে আইনী পদক্ষেপ জোড়ালো করছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। ব্যাংকটির খেলাপি ঋণ গ্রহীতাদের মধ্যে যারা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তাদের ধরতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সমম্প্রতি তিনজন ঋণখেলাপিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত আসামিদের জেল হাজতে পাঠিয়েছেন।

জানা গেছে, গত ২০ আগস্ট খেলাপি ঋণগ্রহীতা মিসেস হোসনে আরা আলমকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ। অগ্রণী ব্যাংকের প্রধান শাখার খেলাপি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান এন এন এ অটো রাইস মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিসেস হোসনে আরা আলম বর্তমানে জেল হাজতে রয়েছেন।

প্রতিষ্ঠানটির ৩১ কোটি ১০ লাখ ৭৮ হাজার টাকা আদায়ের লক্ষ্যে ২০২০ সালের ১ অক্টোবর ঢাকার অর্থঋণ আদালত-১ এ অর্থজারী মামলা (নং- ৫২৪/২০২০) দায়ের করে অগ্রণী ব্যাংক। ওই মামলায় আদালত অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ৩৪(১) ধারায় ৪ জন বিবাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে একই প্রতিষ্ঠানের পরিচালক আশিক ইবনে আলম (এ কে এম খোরশেদ আলমের ছেলে) গ্রেপ্তার হন।

এছাড়া গত ২০ জুলাই অগ্রণী ব্যাংকের ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখার খেলাপি ঋণ গ্রহীতা প্রতিষ্ঠান মেসার্স ফিনিক্স লেদার কমপ্লেক্স (প্রাঃ) লিমিটেডের পরিচালক শেখ খাজাউদ্দিনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। প্রতিষ্ঠানটি থেকে ১৪২ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার টাকা আদায়ের লক্ষ্যে গত ১২ জানুয়ারি মামলা (নং ১৭/২০২৩) দায়ের করেছিল অগ্রণী ব্যাংক।

এইচআর

Link copied!