Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

এবার মার্কেন্টাইল ব্যাংকের নাম পরিবর্তন

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২৭, ২০২৩, ০৮:১৯ পিএম


এবার মার্কেন্টাইল ব্যাংকের নাম পরিবর্তন

বেসরকারি ‘মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এর নাম হবে ‘মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ‍‍`। যার ইং‌রে‌জি নাম ‘Mercantile Bank PLC‍‍`।

রোববার (২৭ আগস্ট) বাংলা‌দেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিতদায় কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১ ক ধারা নতুন করে যুক্ত করা হয়। নতুন ধারায় ‘সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে।

ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করতে হবে। এজন্য মার্কেন্টাইল ব্যাংকের নাম পরিবর্তিত করে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি করা হয়েছে।

এইচআর

Link copied!