নভেম্বর ১১, ২০২৩, ০১:১২ পিএম
আসন্ন শীতকে সামনে রেখে সারাদেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে কম্বল প্রদান করেছে ব্র্যাক ব্যাংক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (১০ নভেম্বর) গণভবনে এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদের কাছ থেকে একটি প্রতীকী কম্বল গ্রহণ করেন। এ সময় ব্র্যাক ব্যাংক’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন উপস্থিত ছিলেন।
শীতার্তদের সেবায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে চলতি বছর মোট ৭৫ হাজার কম্বল প্রদান করবে ব্র্যাক ব্যাংক।
মানবিক উদ্যোগের বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন বলেন, আমরা মনে করি, দেশের অপেক্ষাকৃত সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা করা আমাদের সামাজিক দায়িত্ব। এই উদ্যোগটি ব্র্যাক ব্যাংকের আন্তরিকতা ও উষ্ণতার প্রতীক, যা এই শীতে মানুষের দুর্ভোগ প্রশমণে কাজে আসবে।
এআরএস