Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

দিনাজপুরে হঠাৎঅস্থির পেঁয়াজের বাজার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

ডিসেম্বর ৯, ২০২৩, ০১:৩৩ পিএম


দিনাজপুরে হঠাৎঅস্থির পেঁয়াজের বাজার

দিনাজপুরে হঠাৎ করে পেঁয়াজের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ টাকা থেকে ২০০ টাকা কেজি দরে। ইন্ডিয়ান পেঁয়াজ প্রকারভেদে ১৬০ টাকা থেকে  ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 হঠাৎ করে পেঁয়াজের দাম দ্বিগুণ হওয়ায় মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষ বিপাকে পড়েছেন। ক্রয় ক্ষমতার বাইরে  চলে গেছে পেঁয়াজের দাম।

ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের দাম কমার সম্ভাবনা খুব কম। নতুন পেঁয়াজ বাজারে উঠেছে। নতুন পেঁয়াজ বাজারে বিক্রি হচ্ছে পাতাসহ ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে। একদিন আগেও দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০ টাকা থেকে ১১০ টাকা কেজিতে।

ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ঘোষণার একদিনের মধ্যেই পেঁয়াজের দাম দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি না হলে পেঁয়াজের দাম আরও বাড়ার শঙ্কা রয়েছে বলে ব্যবসায়ীরা জানান।

এআরএস

 

Link copied!