Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

শেয়ারবাজার

উত্থান পতনে চলছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক

অর্থনৈতিক প্রতিবেদক

জানুয়ারি ২৯, ২০২৪, ১২:৩৯ পিএম


উত্থান পতনে চলছে লেনদেন
ছবি: সংগৃহিত

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। দ্বিতীয় ঘন্টাও একই ধারা অব্যাহত রয়েছে। দুপুর ১২ টা পর্যন্ত ডিএসইতে ৩১৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৩৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৫ পয়েন্টে।

দুই ঘন্টায় ডিএসইতে ৩৮৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২ টির, কমেছে ১৮৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির। এর আগে সকাল ১১ টা পর্যন্ত ডিএসইতে ২০১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, তখন ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছিল ৬ হাজার ৭৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৩৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিল ২ হাজার ৯৫ পয়েন্টে।

প্রথম ঘন্টায় ডিএসইতে ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছিল ১৩৫ টির, কমেছে ১৮৭ টির এবং অপরিবর্তিত ছিল ৫৭ টির।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ২৩১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১৮৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১ টির, দর কমেছে ১১৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৪ কোটি  ৯৪ লাখ ২৩ হাজার টাকা।

এআরএস

Link copied!