Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

হিলি স্থলবন্দর দিয়ে ১০০ টন আলু আমদানি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৯:১২ পিএম


হিলি স্থলবন্দর দিয়ে ১০০ টন আলু আমদানি

বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের হিলি বন্দর দিয়ে ২৫ মেট্রিক টন আলু নিয়ে ট্রাক প্রবেশের মাধ্যমে আমদানি কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার দুপুর ২টা ৪০ মিনিটে ট্রাকটি দেশে প্রবেশ করে। সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দিনে চার গাড়িতে ১০০ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মেসার্স মুক্ত এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান আলুগুলো আমদানি করেছে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, দেড় মাস বন্ধের পর আজ এই বন্দরে আলু আমদানি শুরু হয়েছে। চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় আলু আমদানির খবরে গতকালের তুলনায় কেজিতে ৮ থেকে ১০ টাকা কমে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু।

ইএইচ

Link copied!