Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিউবির নবনির্মিত মেডিসিন সেন্টার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০৮:৪৩ পিএম


বিউবির নবনির্মিত মেডিসিন সেন্টার উদ্বোধন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নবনির্মিত মেডিসিন সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ওয়াপদা ভবনের দ্বিতীয় তলায় বিউবো চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সেন্টারটি উদ্বোধন করেন।

এর আগে ওয়াপদা ভবনের বোর্ড রুমে মেডিসিন সেন্টারটি উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিউবো চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিউবোর সদস্য অর্থ শেখ আখতার হোসেন, সদস্য বিতরণ প্রকৌশলী মো. মিজানুর রহমান, সদস্য পিএন্ডডি প্রকৌশলী পল্লবী জামান এবং আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদস্য (প্রশাসন) মাহমুদুল কবীর মুরাদ।

ইএইচ

Link copied!