Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পুঁজিবাজারে লেনদেনের রেকর্ড

অর্থনৈতিক প্রতিবেদক

ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০৪:০২ পিএম


পুঁজিবাজারে লেনদেনের রেকর্ড

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের রেকর্ড হয়েছে। ১৬ মাসের মধ্যে আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি)  সর্বোচ্চ লেনদেন হয়েছে।

লেনদেন বৃদ্ধির পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। এছাড়া ডিএসইর তিনটি মূল্যসূচকের মধ্যে দুটিই বেড়েছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক হাজার ৮৫৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১২৭ কোটি ৩২ লাখ টাকা ৭ দশমিক ৩৫ শতাংশ বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, এর আগে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর দুই বাজারে দুই হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছিল। 

আজ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৯৪ কোম্পানি। এর মধ্যে শেয়ারের দর বেড়েছে ২১০ টির, কমেছে ১৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির।

এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ দশমিক ৮৫ পয়েন্ট বেড়েছে। দিনশেষে সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ৬ হাজার ৩৭৩ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ২ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে এদিন শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ সামান্য কমেছে। সূচকটি দশমিক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৭ পয়েন্টে।

এআরএস

Link copied!