Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি. এর পরিচালকের মায়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৮:৫৬ পিএম


জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি. এর পরিচালকের মায়ের মৃত্যু

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি. এর পরিচালক মো. ছায়েদুর রহমানের মা রোকেয়া খাতুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর।

জেনিথ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মরহুমার নামাজে জানাজা বাদ মাগরিব খিলগাঁও শাহী মসজিদে অনুষ্ঠিত হয়েছে এবং আগামীকাল ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার মরহুমাকে তাঁর গ্রামের বাড়ী কুমিল্লার দেবিদ্বারের বড় শালঘর গ্রামে সমাহিত করা হবে।

পরিচালক সায়েদুর রমানের মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জেনিথ ইসলামী লাইফ পরিবার।

এইচআর

Link copied!