Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

বিনিয়োগকারীদের বিনিয়োগ পরবর্তী সকল সেবা প্রদানে বিডা বদ্ধপরিকর

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৭:০৮ পিএম


বিনিয়োগকারীদের বিনিয়োগ পরবর্তী সকল সেবা প্রদানে বিডা বদ্ধপরিকর
ছবি: আমার সংবাদ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, স্মার্ট বিনিয়োগ সেবা প্রদানের লক্ষ্যে আমরা ওএসএস প্লাটফর্মের মাধ্যমে ডিজিটাল বিনিয়োগ সেবা প্রদানসহ বিনয়োগ পরবর্তী সবসময়েও বিনিয়োগকারীদের সেবা প্রেদান করে আসছি। বিনিয়োগের পরবর্তী সময়ে একজন বিনিয়োগকারী ই-কর্মাস, ট্রেড মার্ক ইস্যু, ভিসা ইস্যু, যন্ত্রপাতি আমদানি সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে থাকেন। আমরা ইনভেস্টমেন্ট আফটারকেয়ার উইং এর মাধ্যমে বিনিয়োগকারীদের সেই সকল চ্যালেঞ্জ ও সমস্যা সমাধানের লক্ষ্যে, যাবতীয় পরামর্শ, সাহায্য ও সেবা প্রদানে বদ্ধপরিকর।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিডা’র মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত “ মিট উইথ জাপানিজ ইভেস্টোর ; ইনভেসমেন্ট ফেসিলিটেশন অ্যান্ড আফটার কেয়ার সার্ভিস" শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিডা’র নির্বাহী চেয়ারম্যান একথা বলেন।

তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশনারী  দক্ষ নেতৃত্বে আর্থ সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নের ফলে বাংলাদেশে চমৎকার বিনিয়োগ পরিবেশ তৈরি হয়েছে। আর স্মার্ট  বিনিয়োগ সেবা  প্রদানের লক্ষ্যে কাজ করে চলছে বিডা। জাপানের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক উল্লখ্যে করে বলেন, বাংলাদেশের জন্ম লগ্ন থেকেই জাপান বাংলাদেশের অন্যতম ভালো এবং আমাদের উন্নয়নের সহযোগী হিসাবে কাজ করে আসছে, সম্প্রতি আমাদের অবকাঠামো উন্নয়নে জাপানের অবদান অনস্বীকার্য।

দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায়, বিডার নির্বাহী সদস্য জনাব অভিজিৎ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাট্রি এর সভাপতি গৎ. গুঁহম ঐড় খবব (মিউং হো লি) ও কাজুনোরি ইয়ামাদা ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অফ জেট্রো ।

বিশেষ অতিথির বক্ত্যবে বাংলাদেশের ক্রম উন্নয়নের প্রশংসা করে গৎ. গুঁহম ঐড় খবব (মিউং হো লি) বলেন, বর্তমান বিশ্বে বাংলাদেশ বিনিয়োগের অন্যতম সেরা গন্তব্য, এখানে নিরাপদ বিনয়োগ পরিবেশ বিরাজ করছে এবং দেশটিতে ক্রম উন্নয়নের ফলে বাংলাদেশ ২০২৬ এলডিসি গ্রাজুয়েশন লাভ করবে, তাই জাপানি বিনিয়োগকারীগণ বাংলাদেশে বিনিয়োগ করতে বিশেষ আগ্রহী।

এসময়ে তিনি আরো বলেন, বাংলাদেশে ৭১ শতাংশ জাপানি কোম্পানি তাদের ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি করেছে। বর্তমানে বাংলাদেশে ৩৪০ টি জাপানি কোম্পানি থাকলেও আগামী ২/৩ বছরের ভিতরে সেই সংখ্যা ৫০০ অধিক হবে, এসময়ে তিনি জানান আনেক  জাপানি এসএমই কোম্পানি বাংলাদেশে দ্রুত বিনিয়োগ করবে।

কর্মশালায় সভাপতির বক্ত্যবে বিডার নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী বলেন, বর্তমানে জি টু জি এর মাধ্যমে  জাপান ও বাংলাদেশ যৌথ ভাবে বাংলাদেশের উন্নয়নে কাজ করে চলেছে এবং দিন দিন বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বিডা বিনিয়োগকারীদের সাথে সার্বিক যোগাযোগ রেখে চ্যালেঞ্জ মোকাবেলাসহ বিভিন্ন সমস্যা সমাধানে নিরলস কাজ করে চলেছে।

এসময়ে তিনি জাপানি বিনয়গকারীদের অধিক হারে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বিনিয়োগকারীদের সকল সেবা প্রদানের জন্য বিডা সব সময়ে বিনিয়োগকারীদের পাশেই আছে।

এআরএস

Link copied!