Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পদ্মা ব্যাংক মাওনা শাখায় গ্রাহক সমাবেশ-পিঠা উৎসব

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

মার্চ ৩, ২০২৪, ০৪:১৬ পিএম


পদ্মা ব্যাংক মাওনা শাখায় গ্রাহক সমাবেশ-পিঠা উৎসব
ছবি: আমার সংবাদ

পিঠা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য। এ উপলক্ষ্যে রোববার (৩ মার্চ) ১১টায় পদ্মা ব্যাংক পিএলসি’র মাওনা শাখা ‘পিঠা উৎসব ও গ্রাহক সমাবেশ’র আয়োজন করে। এসময় টেবিলে থরে-থরে সাজানো ছিল নানা ধরনের বিভিন্ন স্বাদের দেশীয় পিঠা। মৌসুমি বাহারি রঙের পিঠার ভিন্ন চিত্র ফুটে উঠে ব্যাংকের ভেতরে।

পিঠা উৎসবে উপস্থিত ছিলেন- পদ্মা ব্যাংকের হেড অফ রিটেইল ব্যাংকিং মীর শফিকুল ইসলাম, মাওনা শাখার ব্যবস্থাপক মো. রাজু আহমেদ, ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মো. শাহিনুর ইসলাম, মাওনা শাখার রিলেশনশিপ ম্যানেজার ওয়াকী তাসনীম চৌধুরীসহ কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারিগণ এবং ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ গ্রাহক।

পিঠা উৎসবে আগত অতিথিদের সঙ্গে পিঠা পরিচিতি ও সংক্ষিপ্ত আলোচনা হয়। পরে অতিথিদের মাঝে পিঠা পরিবেশন করা হয়।

পদ্মা ব্যাংকের মাওনা শাখার ব্যবস্থাপক রাজু আহমেদ জানান, বাঙালি ঐতিহ্যের সঙ্গে মিশে আছে মৌসুমি পিঠা উৎসব। সম্মানিত গ্রাহকদের পিঠা প্রদর্শন ও আপ্যায়নের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্যকে মনে করিয়ে দিতে আমাদের এই আয়োজন। পরবর্তী দিনগুলোতে আমাদের আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ

এআরএস

Link copied!