Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

৩৯ কোটি টাকার শেয়ার কিনবেন অলিম্পিক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৫, ২০২৪, ০২:০৪ পিএম


৩৯ কোটি টাকার শেয়ার কিনবেন অলিম্পিক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান

দেশের শিল্পোদ্যোক্তা আজিজ মোহাম্মদ ভাই শেয়ারবাজার থেকে নিজের কোম্পানির ২৭ লাখ শেয়ার কিনবেন। তিনি বাজারমূল্যে নিজের মালিকানাধীন অলিম্পিক ইন্ডাস্ট্রিজের এই শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। সোমবারের বাজারমূল্যে এসব শেয়ারের মোট দাম হয় ৩৯ কোটি ৪২ লাখ টাকা।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে তাঁর শেয়ার কেনার এই ঘোষণা প্রকাশ করা হয়েছে। আজিজ মোহাম্মদ ভাই সোমবার নিজের কোম্পানির শেয়ার কেনার ঘোষণাটি দেন।  

ডিএসইর ওয়েবসাইটে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজারমূল্যে শেয়ার কিনবেন তিনি। আজিজ মোহাম্মদ ভাই বর্তমানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। তিনি একসময় বাংলাদেশের চলচ্চিত্র জগতের সঙ্গে নানাভাবে জড়িত ছিলেন।

এইচআর
 

Link copied!