Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বাড়ছে লেনদেন, কমছে বাজার মূলধন

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

মার্চ ৯, ২০২৪, ০১:০৩ পিএম


বাড়ছে লেনদেন, কমছে বাজার মূলধন

মার্চ মাসের গত সপ্তাহে (৩ মার্চ-৭ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন হয়েছে। লেনদেনে টাকার পরিমাণ বাড়ছে, তবে সপ্তাহ জুড়ে কমছে বাজার মূলধনও।

গত সপ্তাহে  টাকার পরিমাণে লেনদেন ৫৪৪ কোটি ৬৭ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩ কোটি ৫ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫০৮ কোটি ৩৮ লাখ টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৬০ হাজার ৭২৩ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ৪ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৪৮ হাজার ৮২৭ কোটি ৭৩ লাখ ৪১ হাজার ৭৭ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ১১ হাজার ৮৯৬ কোটি টাকা কমেছে।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ১৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১১২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট  এবং ডিএসই-৩০ সূচক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৩৫ পয়েন্টে এবং ২ হাজার ৯৪ পয়েন্টে।

গত এক সপ্তাহে, ডিএসইতে ৪১১ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৯ টির , দর কমেছে ৩২০ টির এবং ২২টির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

বিআরইউ

Link copied!