Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দুই ঘণ্টায় লেনদেন ২৯৬ কোটি টাকা!

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

মার্চ ১২, ২০২৪, ১২:২৪ পিএম


দুই ঘণ্টায় লেনদেন ২৯৬ কোটি টাকা!

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মূল্য সূচকের পতনে চলছে লেনদেন। তবে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার  (১২ মার্চ) বেলা ১২ টা  পর্যন্ত ডিএসইতে ২৯৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক -১০ দশমিক ৬৭ পয়েন্ট বা - শূন্য দশমিক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস  বা শরীয়াহ সূচক -২ দশমিক ৫৯ পয়েন্ট কমে  ১ হাজার ৩১৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক - ২ দশমিক ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮২  পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮৫  টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৬ টির, কমেছে ২০১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০ টির।

বিআরইউ

Link copied!