Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সভা ও দোয়া মাহফিল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১৮, ২০২৪, ০৩:৩৭ পিএম


বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সভা ও দোয়া মাহফিল

জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. কাজী শহীদুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য দেন- আইবিএফ-এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, ইসি চেয়ারম্যান ডা. তানভীর আহমদ, সদস্য মো. কামরুল হাসান, প্রফেসর ড. মোহাম্মদ ফসিউল আলম, সৈয়দ আবু আসাদ, আবু সাঈদ মোহাম্মদ কাসেম, শওকত হোসেন এফসিএ, আইবিএফ সদস্য ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা।

প্রধান আলোচকের বক্তব্য দেন আইবিবিএল-এর পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন। সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইবিএফ-এর জিএম মো. ছালেহ ইকবাল, মো. আব্দুস সামাদ, মো. আবুল কালাম ও ট্রেনিং কো-অর্ডিনেটর ডা. মোজাম্মেল হোসেন খান।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সর্বস্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ইএইচ

Link copied!