নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৭, ২০২৪, ০৮:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৭, ২০২৪, ০৮:১২ পিএম
কৃষকের দামে রাজধানীর ৫টি স্থানে তরমুজ বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ এগ্রি ফার্মার্স এসোসিয়েশন (বাফা)। আগামী বৃহস্পতিবার থেকে এই স্থানগুলোতে কৃষকরা সরাসরি নিজেদের উৎপাদিত তরমুজ বিক্রি করবেন।
এই ৫টি স্থান হলো খামারবাড়িতে বঙ্গবন্ধু চত্বর, উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ার, সচিবালয়ের সামনে আব্দুল গণি রোড, মোহাম্মদপুরের জাপান গার্ডেন এবং পুরান ঢাকার নয়াবাজার। পরবর্তীতে এর পরিসর আরও বাড়ানো হবে বলে জানিয়েছে বাফা।
বাফার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ কেজির বেশি ওজনের তরমুজ ১০০ টাকা, ৭ কেজির বেশি ওজনের তরমুজ ১৫০ টাকা, ৯ কেজির বেশি ওজনের তরমুজ ২০০ টাকা এবং ১১ কেজির বেশি ওজনের তরমুজ ২৫০ টাকায় পিস হিসাবে বিক্রি করা হবে।
বাফা বলছে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস, কৃষক যেন তাঁর উৎপাদিত পণ্য বিক্রি করে ন্যায্যমূল্য পায় এবং ভোক্তারাও যাতে সুলভমূল্যে পণ্য কিনতে পারেন এই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী ২৭ রমজান পর্যন্ত এই উদ্যোগটি চলবে বলে জানিয়েছে বাফা।
আরএস