Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

বাণিজ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের গরুর মাংস আমদানি নিয়ে আলোচনা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৭, ২০২৪, ০৭:৪৯ পিএম


ব্রাজিলের গরুর মাংস আমদানি নিয়ে আলোচনা হয়েছে

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ব্রাজিল থেকে সরাসরি গরুর মাংস আমদানির বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। অত্যন্ত কম দামে ব্রাজিল মাংস সরবরাহ করতে পারে। সে বিষয়ে কথা বলেছে।

রোববার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর দ্বিপক্ষীয় আলোচনা শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সাক্ষাতে ব্রাজিলের পক্ষ থেকে অ্যানিমেল প্রোটিনটা ফোকাসে ছিল। বাংলাদেশে পোল্ট্রি ও গরুর মাংস আমদানি করা হয় না। তবে, ব্রাজিল অত্যন্ত কম দামে মাংস রপ্তানি করে। এ ক্ষেত্রে বাজার গবেষণা করে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। তাই ব্রাজিল থেকে সরাসরি গরুর মাংস আমদানির বিষয়টি প্রাথমিকভাবে আলোচনা করা হচ্ছে।’

ব্রাজিলের গরুর মাংস বাংলাদেশে এনে সেটিকে প্রক্রিয়াজাত করে এশিয়ার অন্যান্য দেশগুলোর বাজার ধরার প্রসঙ্গে আহসানুল ইসলাম টিটু বলেন, ‘ব্রাজিল মাংস প্রক্রিয়াজাতকরণে জোর দিয়েছে। আমরা চাইছি যে, শুধু বাংলাদেশের বাজার নয়, তারা যাতে বাংলাদেশে প্রক্রিয়া করার পর গোটা এশিয়াতে রপ্তানি করে, এর বিষয়ে তাদের আমরা উৎসাহিত করেছি।’

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ব্রাজিল বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় ব্যবসায় আগ্রহী। বাংলাদেশ থেকে পোশাক, ওষুধ রপ্তানিসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশের তৈরি পোশাক ব্রাজিলের বাজারে ৩০ থেকে ৩৫ শতাংশ শুল্ক দিয়ে প্রবেশ করে। কিন্তু ওই দেশ থেকে প্রচুর পরিমাণ তুলা আমদানি করে বাংলাদেশ।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘ব্রাজিল একটি উন্নয়নশীল দেশ এবং তারা তাদের অভ্যন্তরীণ বাজারকে সুরক্ষা দেয়। তৈরি পোশাক শিল্প তাদের একটি সুরক্ষিত বাজার। শুধুমাত্র চীন ও বাংলাদেশ থেকে তারা আমদানি করে। বাকিটা তারা স্থানীয়ভাবে করার চেষ্টা করছে। তারা আমাদের কথা দিয়েছে— এটি শুধুমাত্র ব্রাজিল নয় বরং গোটা অঞ্চলের জন্য হবে।’

আরএস

Link copied!