Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

আলফাডাঙ্গায় জেনিথ ইসলামী লাইফ’র মৃত্যু দাবির চেক হস্তান্তর

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

মে ৯, ২০২৪, ০৩:০৭ পিএম


আলফাডাঙ্গায় জেনিথ ইসলামী লাইফ’র মৃত্যু দাবির চেক হস্তান্তর

ফরিদপুরের আলফাডাঙ্গায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ১ লক্ষ ৫০ হাজার টাকার মৃত্যু দাবীর চেক হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ মে) বীমা গ্রাহক মরহুম সাহিদুর রহমানের মৃত্যুদাবীর এ টাকার চেক তার স্ত্রী ও নমিনি পারুল বেগম এর নিকট হস্তান্তর করেন প্রধান অতিথি ও কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ দেলোয়ার হোসেন, ৪নং চাপুলিয়া ইউনিয়ন পরিষদ মেম্বার আবুল কালাম আজাদ, সিনিয়র ডিএমডি মোঃ জাহাঙ্গীর আলম, জিএম (উঃ) সাফিকুর রহমান, এজিএম মিতা বেগম। সভার সভাপতিত্ব করেন জিএম (উঃ) মোঃ হারুনুর রশীদ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার জান্নাত আরা জেবা। সভায় প্রায় অর্ধশতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বীমা গ্রাহক মাত্র ৩৯ হাজার টাকা প্রিমিয়াম জমা করে মৃত্যুবরণ করেন।

বিআরইউ

Link copied!