Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

রাবি শিক্ষার্থীর মৃত্যুদাবীর চেক হস্তান্তর করল জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ২০, ২০২৪, ০২:৩০ পিএম


রাবি শিক্ষার্থীর মৃত্যুদাবীর চেক হস্তান্তর করল জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুদাবীর চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স।

সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে একজন শিক্ষার্থীর মৃত্যুদাবীর চেক হস্তান্তর করে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এম এস দ্বিতীয় সেমিস্টারের নিয়মিত শিক্ষার্থী মো. শাকিনুর রহমানের আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সাথে চলমান বীমা চুক্তি মোতাবেক ২ লাখ টাকার চেক প্রদান করে জেনিথ ইসলামী লাইফ।

জানা যায়, গত ৬ মে সাপের কামড়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে এই শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার আবু মো. তারেক জানান, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এ নিয়ে মোট পাঁচজন ছাত্রের মৃত্যু দাবির চেক প্রদান করল। জেনিথ লাইফের কাছে আমাদের কোন ছাত্রের মৃত্যু দাবি পেন্ডিং নাই। এ সময় জেনিথ লাইফের সেবায় সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের কাছে চেকটি হস্তান্তর করে জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. অবায়দুর রহমান প্রামাণিক, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. তারিকুল হাসান, উপ রেজিস্ট্রার আবু মো. তারেক এবং জেনিথ ইসলামী লাইফের গ্রুপবীমা প্রধান মো. আনোয়ার হোসেন সরকার উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!