Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর, প্রজ্ঞাপন জারি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ১৩, ২০২৪, ১১:৫০ পিএম


বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর, প্রজ্ঞাপন জারি

অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ করেছে সরকার। তিনি আবদুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হলেন।

মঙ্গলবার রাতে অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানেরতারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করা হলো।

এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জন্য নির্ধারিত বয়সসীমা সর্বোচ্চ ৬৭ বছর। কিন্তু আহসান এইচ মনসুরের বয়স এখন ৭২ বছর ৮ মাস। তাই এই বয়সসীমা তুলে দেওয়ার বিষয়ে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়।

এ বিষয়টি মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা কাউন্সিলেরর সভায় ওঠানো হবে। সভায় বয়স তুলে দেওয়ার সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

ইএইচ

Link copied!