Amar Sangbad
ঢাকা শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪,

আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসায় সেনাবাহিনীর উদ্যোগের পাশে বিকাশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ২৪, ২০২৪, ০২:৩৯ পিএম


আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসায় সেনাবাহিনীর উদ্যোগের পাশে বিকাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন শিক্ষার্থীদের জরুরি ও উন্নত চিকিৎসাসেবা দিতে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শিক্ষার্থীদের উন্নত চিকিৎসাসেবায় অংশ নিতে সেনাবাহিনীর এ উদ্যোগে ২০ লাখ টাকার আর্থিক অনুদান হস্তান্তর করেছে বিকাশ।

বুধবার সেনা সদরে সেনাপ্রধানের কার্যালয়ে সহায়তার এ অর্থ দেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর।  

এ সময় বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন ।

সারা দেশে বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন অসংখ্য শিক্ষার্থী যাদের অনেকেরই উন্নত চিকিৎসার প্রয়োজন। এক্ষেত্রে যেসব শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা প্রয়োজন, তাদের নিকটস্থ সিএমএইচে যোগাযোগ করতে সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

ইএইচ

Link copied!