আমার সংবাদ ডেস্ক
আগস্ট ২৪, ২০২৪, ০৭:১৯ পিএম
আমার সংবাদ ডেস্ক
আগস্ট ২৪, ২০২৪, ০৭:১৯ পিএম
ন্যাশনাল ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ আগস্ট পরিচালনা পর্ষদের ৫০৫তম এই সভায় চেয়ারম্যান হিসেবে উদ্যোক্তা পরিচালক আবদুল আউয়াল মিন্টু ও ভাইস চেয়ারম্যান হিসেবে উদ্যোক্তা পরিচালক মোয়াজ্জেম হোসেন নির্বাচিত হয়েছেন।
সভায় নতুন পর্ষদের পরিচালক ও শেয়ারহোল্ডার জাকারিয়া তাহের, স্বতন্ত্র পরিচালক বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. জুলকার নায়েন, সীমান্ত ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন ও চাটার্ড একাউন্টেন্ট মো. আব্দুস সাত্তার সরকার অংশগ্রহণ করেন।
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে সভায় অংশগ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান সহ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ।
উল্লেখ্য, গত ২০ আগস্ট ২০২৪ বাংলাদেশ ব্যাংক কর্তৃক `ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)` এর মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করা হয়।
ইএইচ