Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

পণ্য পরিবহনে পানগাঁওস্থ অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল ব্যবহারের আহ্বান

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো

মামুনুর রশিদ, চট্টগ্রাম ব্যুরো

আগস্ট ২৬, ২০২৪, ০৩:২০ পিএম


পণ্য পরিবহনে পানগাঁওস্থ অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল ব্যবহারের আহ্বান

চলমান বন্যা পরিস্থিতিতে আমদানি রপ্তানিকারকরা চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম সড়ক রেলপথে পণ্যবাহী কন্টেইনার পরিবহণ অনেক ক্ষেত্রেই বন্ধ রাখতে বাধ্য হতে হচ্ছেন।

উদ্ভূত এই কারণে দেশের আমদানি-রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি বিবেচনায় এনে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম নৌপথ ব্যবহার করে দেশের আমদানি রপ্তানি বেগবান করতে পানগাঁওস্থ অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল ব্যবহারের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

রোববার চবক কর্তৃপক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতির মাধ্যমে এই অনুরোধ জানানো হয়।

এতে উল্লেখ করেন এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড সার্বিক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে।

এমতাবস্থায় অবস্থায় আমদানি রপ্তানি কারকরা আমদানি রপ্তানি পণ্যবোঝাই কন্টেইনার পরিবহনে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল ব্যবহার করতে পারেন। বিভিন্ন জাহাজ কোম্পানির পর্যাপ্ত ইংল্যান্ড জাহাজ এবং চট্টগ্রাম বন্দরের সকল ধরনের লজিস্টিকস সুবিধাদি এই কার্যক্রমের জন্য সার্বিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।

বিজিএমইএ বিকেএমইএসহ সকল আমদানি রপ্তানীকারকদেরকে আমদানি রপ্তানি পণ্যবাহী কন্টেইনার পানগাঁও আইসিটির মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে সংগ্রহ জাহাজীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা যাচ্ছে। 

এক্ষেত্রে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হতে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে জানান চবক কর্তৃপক্ষ।

ইএইচ

Link copied!