Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের মহিলা শাখা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২৪, ০৪:৩৫ পিএম


নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের মহিলা শাখা

নতুন ঠিকানায় উদ্বোধন হলো ন্যাশনাল ব্যাংক লিমিটেডের মহিলা শাখা।

সোমবার মহিলা শাখা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ।

এ সময় ন্যাশনাল ব্যাংকের দিলকুশা শাখার ব্যবস্থাপক ও এসইভিপি মো আব্দুর রহিম, মহিলা শাখার ব্যবস্থাপক, শাখার কর্মকর্তা-কর্মচারী, স্বনামধন্য ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নতুন ঠিকানাতে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর মহিলা শাখায় গ্রাহকের প্রতি সেবার মান ও পরিধি আরও বৃদ্ধি পাবে বলে আমন্ত্রিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

ইএইচ

Link copied!