Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা উঠে গেল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৮, ২০২৪, ১২:২৪ এএম


ব্যাংক থেকে নগদ টাকা তোলার সীমা উঠে গেল

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী চেকের মাধ্যমে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা উত্তোলন করা যেত।

আজ রোববার থেকে নগদ টাকা তোলার এ সীমা থাকছে না।

শনিবারসন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেহজবাউল হক বিষয়টি নিশ্চিত করেন।

ব্যাংকের গ্রাহক তার চাহিদা মতো ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন।

অন্তর্বর্তী সরকারের শপথ দেওয়ার দিন ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংক নির্দেশনা জারি করে চেকের মাধ্যমে এক লাখ টাকার বেশি ব্যাংক থেকে তোলা যাবে না।

এরপর নগদ টাকা উত্তোলনের সীমা ধাপে ধাপে এক থেকে দুই লাখ, দুই লাখ থেকে তিন লাখ, তিন লাখ থেকে চার লাখ ও গত সপ্তাহে নগদ টাকা উত্তোলনের সীমা বাড়িয়ে পাঁচ লাখ করা হয়।

ইএইচ

Link copied!