আমার সংবাদ ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৮:০৪ পিএম
আমার সংবাদ ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৮:০৪ পিএম
বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব করেছে চীনের হোম জয় সকস্।
ঢাকাস্থ বেপজা নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সঙ্গে গত ৮ সেপ্টেম্বর এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করেছে বেপজা।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং হোম জয় সকস্ বাংলাদেশ কোম্পানি লিমিটেড- এর ব্যবস্থাপনা পরিচালক মি. ফু ওয়েনলং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) আ. ন. ম. ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ. স. ম. জামশেদ খোন্দকার, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ. এস. এম. আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হোম জয় সকস্ বাংলাদেশ কোম্পানি লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৫কোটি মার্কিন ডলার বিনিয়োগে একটি মোজা ও তৈরি পোশাক প্রস্তুতকারী কারখানা স্থাপন করবে। চীনা প্রতিষ্ঠানটি বার্ষিক ১০ কোটি জোড়া মোজা, ১০ কোটি পিস টাইটস, ১০ কোটি পিস নারীদের অন্তর্বাস, ৫ কোটি মিলিয়ন পিস বাচ্চাদের নীট পোশাক তৈরি করবে। প্রতিষ্ঠানটিতে ৪ হাজার ৯শ’ ৮০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বাংলাদেশে বিশেষত বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করায় হোম জয় সকস্-কে ধন্যবাদ জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান। তিনি আশা প্রকাশ করেন এই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চল বেপজার সর্ববৃহৎ উদ্যোগ। হোম জয় সকস্সহ এ পর্যন্ত মোট ৩৩টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে যাদের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ মোট ৭৬৮ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলার। তন্মধ্যে, তিনটি শিল্প প্রতিষ্ঠান তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। -বাসস
আরএস