Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

ভেড়ামারায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ২২৫তম শাখা উদ্বোধন

ভেড়ামারা প্রতিনিধি

ভেড়ামারা প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৪:৩৬ পিএম


ভেড়ামারায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ২২৫তম শাখা উদ্বোধন

কুষ্টিয়ার ভেড়ামারায় আল আরাফাহ ইসলামী ব্যাংকের ২২৫তম শাখার উদ্বোধন করা হয়েছে।

রোববার বেলা ১১টায় উপজেলা বাজারস্থ ভেড়ামারা-দৌলতপুর আঞ্চলিক মহাসড়কের পার্শ্ববর্তী ২২৫তম শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড খুলনা জোন আবু সাইদ মো. আব্দুল মান্নাফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরমান আর চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি।

তিনি বলেন- সুদমুক্ত ও আধুনিক সঠিক শরিয়াহ ভিত্তিক সেবা প্রদান এবং উপজেলার সাধারণ মানুষের জন্য ব্যাংকিং খাতে নানা ধরনের ভোগান্তি লাঘব ও এই ব্যাংককে সকল শ্রেণি পেশার মানুষের সেবা প্রদানের  লক্ষ্যে এই শাখার উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার মো. হাবিবুল্লাহ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, নুরুল আমিন জসীম অধ্যাপক ভেড়ামারা আদর্শ ডিগ্রি কলেজ, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নান, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি কামরুল ইসলাম মনাসহ সাংবাদিক ব্যবসায়িক, সুশীল সমাজ ছাড়াও উপজেলার সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের উদ্বোধন করা হয়।

ইএইচ

Link copied!