Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঋণসুবিধা চেয়ে উপদেষ্টা ও গভর্নরকে বেক্সিমকোর চিঠি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০৯:৪৮ পিএম


ঋণসুবিধা চেয়ে উপদেষ্টা ও গভর্নরকে বেক্সিমকোর চিঠি

রপ্তানি সংশ্লিষ্ট ঋণসুবিধা চালুর আবেদন জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ৪ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপ।

চিঠিতে বেক্সিমকো গ্রুপ জানিয়েছে, তারা রপ্তানি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিপাকে পড়েছে। কারণ তাদের হাতে প্রয়োজনীয় চলতি পুঁজি নেই। ফলে তাদের ব্যবসা হারানোর উপক্রম হয়েছে এবং এতে কর্মী ছাঁটাই করার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এ কারণে রপ্তানি সংশ্লিষ্ট ঋণসুবিধা ফের চালুর আবেদন করেছে বেক্সিমকোর টেক্সটাইল ও অ্যাপারেল বিভাগ।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র।

সূত্রটি জানিয়েছে- গত ১৯ সেপ্টেম্বর চিঠিটি পাঠানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সেই সঙ্গে বেক্সিমকো গ্রুপের ব্যাংক হিসাবের তথ্যও তলব করা হয়েছে।

ইএইচ

Link copied!