Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নিকুঞ্জে প্রাইম ব্যাংকের সাব ব্রাঞ্চ চালু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১, ২০২৪, ০৮:১৩ পিএম


নিকুঞ্জে প্রাইম ব্যাংকের সাব ব্রাঞ্চ চালু

রাজধানীর নিকুঞ্জে প্রাইম টাওয়ারে সাব ব্রাঞ্চ চালু করেছে শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি।

সারাদেশে সুবিধাজনক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ব্যাংকের চলমান কৌশলের অংশ হিসেবে এই পদক্ষেপ একটি মাইলফলক হিসেবে চিহ্নিত থাকবে।

এ প্রসঙ্গে প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী বলেন, ‘মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্যাংকের বৃহৎ কৌশলের অংশ হিসেবে নিকুঞ্জে সাব ব্রাঞ্চ চালু করতে পেরে আমরা খুবই আনন্দিত। এই সাব-ব্রাঞ্চ থেকে গ্রাহকরা খুব সহজেই আমাদের বিস্তৃত আর্থিক সেবা গ্রহণ করতে পারবেন, যা গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন।’

নিকুঞ্জ সাব-ব্রাঞ্চ থেকে সব ধরনের ব্যাংকিং সেবা প্রদান করা হবে, যা গ্রাহকদের আরও উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করবে।

ইএইচ

Link copied!