Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

‘স্বাভাবিক অবস্থায় পোশাক খাত, অস্থিরতা নেই’

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১৬, ২০২৪, ০৪:১১ পিএম


‘স্বাভাবিক অবস্থায় পোশাক খাত, অস্থিরতা নেই’

সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে পোশাক খাত স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। কোন ধরনের অস্থিরতা নেই।

আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় পোশাক খাতের সর্বশেষ পরিস্থিতি জানানো হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত সাভার-আশুলিয়া এলাকার ৪০১টি কারখানার মধ্যে ১টি ছাড়া বাকি কারখানা খোলা ছিল।

নারায়ণগঞ্জে সকল কারখানা চালু রয়েছে এবং গাজীপুরে ৮৭১টি কারখানার মধ্যে একটি ছাড়া বাকি কারখানা খোলা আছে।

এদিকে, ঢাকা মহানগরী এলাকার ৩০১টি কারখানার মধ্যে একটি ছাড়া বাকি সকল কারখানা চালু রয়েছে।  - বাসস

আরএস

Link copied!