Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

‘আরবি ভাষা শিক্ষার জন্য জনমত সৃষ্টি করা দরকার’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২, ২০২৪, ১২:৫৯ পিএম


‘আরবি ভাষা শিক্ষার জন্য জনমত সৃষ্টি করা দরকার’

আরবি ভাষা শিক্ষার জন্য জনমত সৃষ্টি করা দরকার। মধ্যপ্রাচ্যে ভাষা না জানার কারণে যাতে আমাদের জনশক্তির অপচয় না হয় বলে মন্তব্য করেছেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) চেয়ারম্যান ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ।

শনিবার (২ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কুরআন প্রচার ফাউন্ডেশনের উদ্যোগে ‘মধ্যপ্রাচ্য কর্মসংস্থান বৃদ্ধি ও দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো অপরিহার্য’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ বলেছেন, আরবি ভাষা শিক্ষার জন্য জনমত সৃষ্টি করা দরকার। মধ্যপ্রাচ্যে ভাষা না জানার কারণে যাতে আমাদের জনশক্তির অপচয় না হয়। মধ্যপ্রাচ্যে যাওয়া শ্রমিকদের "কাইফা হালুকা, আনা বিখায়ের" শুধু এটুকু আরবি জানলেই হবে না, একজন শ্রমিক যাতে আরবি বুঝতে ও বুঝাতে পারে পাশাপাশি লিখতে পারে সেটা জানা খুবই দরকার। এজন্য এখান (দেশ) থেকেই আরবি ভাষা শিখিয়ে পড়িয়ে পাঠাতে হবে।

তিনি আরও বলেন, জমিজমা বিক্রি করে যেসব শ্রমিক মধ্যপ্রাচ্যে গিয়েই টেনশনে পড়েন কীভাবে সেই টাকা তুলবেন। বিদেশে গিয়ে শুধু আরবি ভাষা না জানার কারণে তারা নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন। এরপর বিদেশে নানান চড়াই উতরাই পেরিয়ে দেশের উন্নয়নে রেমিট্যান্স পাঠিয়ে অবদান রাখা শ্রমিকরা, যখন দেশের এয়ারপোর্টে পৌঁছায় তখন মনে হয় একজন আসামি এসেছে।  আমাদের এই মানবিক মূল্যবোধ, সামজিক মূল্যবোধগুলো পরিবর্তন আনা দরকার।

বিআরইউ

Link copied!