Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

অভয়নগরে পূবালী ব্যাংকে ইসলামিক ব্যাংকিং কর্নার উদ্বোধন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

নভেম্বর ১৭, ২০২৪, ০৩:৪২ পিএম


অভয়নগরে পূবালী ব্যাংকে ইসলামিক ব্যাংকিং কর্নার উদ্বোধন

ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকদের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় যশোরের অভয়নগরে পূবালী ব্যাংক নওয়াপাড়া বাজার শাখায় ইসলামিক ব্যাংকিং কর্নারের উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে উপজেলার নওয়াপাড়া বাজারে পূবালী ব্যাংকের শাখায় এ ইসলামিক কর্নারের উদ্বোধন করা হয়।

পূবালী ব্যাংক ইসলামী কর্নারের মাধ্যমে গ্রাহকরা শরিয়াহভিত্তিক অর্থনৈতিক সেবা লাভ করবেন। গ্রাহকরা হালাল অর্থনৈতিক লেনদেন করতে পারবেন। গ্রাহককে ইসলামিক ব্যাংকিংয়ের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করবেন।

পূবালী ব্যাংক নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, পূবালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চল প্রধান শেখ মোহাম্মাদ সামসুদ্দোহা।

বিশেষ অতিথির বক্তব্য দেন- পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও খুলনা শাখার প্রধান শফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নওয়াপাড়া শাখার প্রিন্সিপাল অফিসার নাসরিন সুলতানা, আলাউদ্দিন হাওলাদার, ক্যাশ ইনচার্জ আব্দুল কাদের, শাখার ইঞ্জিনিয়ার রাজিবুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ব্যাংক অফিসার মোস্তাফিজুর রহমান খান। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন গোহাটা জামে মসজিদের ইমাম মাওলানা মুজিবুর রহমান।

ইএইচ

Link copied!