Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫,

২০ হাজার কোটি টাকার শেয়ার ইস্যু করবে ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৮, ২০২৪, ০১:৪৩ পিএম


২০ হাজার কোটি টাকার শেয়ার ইস্যু করবে ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক নতুন করে ১০ হাজার কোটি টাকা এবং এস আলমের হাতে থাকা ১০ হাজার কোটি টাকাসহ মোট ২০ হাজার কোটি টাকার শেয়ার ইস্যু করবে বলে জানিয়েছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

সোমবার (১৮ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এসময় উপস্থিত ছিলেন।  

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলেন, দায়িত্ব নেয়ার পর আমরা তিন ধাপে কাজ শুরু করেছি। প্রাথমিকভাবে আমরা ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করেছি, জানুয়ারি মাস থেকে ২০২৬ সালে বা তার আগেই আমরা ঘুরে দাঁড়ানোর মৌসুম। গত তিন মাসে ৪ হাজার ৯৭২ কোটি টাকার ডিপোজিট হয়েছে।

ইসলামী ব্যাংক নতুন করে ১০ হাজার এবং এস আলমের হাতে থাকা ১০ কোটি টাকাসহ মোট ২০ হাজার কোটি টাকার শেয়ার ইস্যু করা হবে। এস আলমের হাতে থাকা শেয়ার উদ্ধারে আমরা আদালতে মামলা করবো।  এরপর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন পেলে ওই ১০ হাজার কোটি টাকার শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে বিক্রি  করব।  

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের সাবেক মালিক সৌদি আরবের আল-রাজী গ্রুপের সঙ্গেও ইতোমধ্যে আমরা  আলোচনা করেছি। ভিসা পেলে আমরা শিগগিরই সৌদি আরবে যাবো। এছাড়া বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসির সঙ্গেও আমাদের আলোচনা চলছে।

তিনি আরও বলেন, এস আলম গ্রুপের লুটপাট করা ৮০ হাজার কোটি টাকা উদ্ধার অডিট চলছে। ডিসেম্বরের মধ্যে আমরা এটা নিয়ে আদালত মামলা করব। আর জানুয়ারির মধ্যে আশাবাদী শেয়ারগুলো উদ্ধারে সক্ষম হবো।

এসময় চলমান  অডিটের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, অডিট চলছে, তবে অডিটের বিষয়গুলো আমরা এখনি প্রকাশ করতে পারছি না। গভর্নর বলেন, গ্রাহকের স্বার্থ রক্ষায় আমরা সব কিছু করছি।

বিআরইউ
 

Link copied!