নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৪, ১২:২১ পিএম
নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৩, ২০২৪, ১২:২১ পিএম
আমি জানি আপনারা কষ্টে আছেন। এটা অস্বীকার করব না। আবার এটাও বলতে চাই আপনাদের সকলের সহযোগিতায় চিনি, পেঁয়াজ ও তেলের দাম কিছুটা কমে আসছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
শনিবার (২৩ নভেম্বর) সকালে ক্রাব মিলনায়তনে ডিআরইউ’র প্রয়াত সদস্য সন্তানদের শিক্ষা ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চেষ্টা করছি, আমার উপর যে অর্পিত দায়িত্ব তা যেন পেশাদারিত্বের সঙ্গে, নির্মোহভাবে পালন করতে পারি। আপনাদের জীবনকে আরও একটু সহজ করতে পারি। আমরা চেষ্টা করছি রমজানকে কেন্দ্র করে যেন বাজারকে সহনশীল করতে পারি। চাহিদা ও যোগানকে যেন সমানুপাতিক রাখতে পারি সে জন্য আপনার সকলের সহযোগিতা কামনা করছি।
গত ১৫ বছরে আমাদের দেশে সন্ত্রাসী সভ্যতা গড়ে উঠেছিল মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের রাষ্ট্র ছিল কিন্তু সমাজ অসম্ভবভাবে বিভক্ত ছিল। আমাদের সমাজ ভীতগ্রস্ত ছিল। আজকে সন্ত্রাসবাদ সবজায়গায়। সেটা ব্যাংক থেকে সাংবাদিকতা সবজায়গায়। আমাদের জাতীয় মসজিদের খতিব পালিয়ে গেছে। সে অবস্থা থেকে ছাত্র জনতার আন্দোলনের ওপর ভিত্তি করে বর্তমান যে সর্বকালীন সরকার হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে মর্যাদাপূর্ণ সমাজে কীভাবে রূপান্তরিত হতে পারি।
সাংবাদিকদের উদ্দেশ্য করে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, সে মর্যাদার ভিত্তি তৈরি করায় সাংবাদিকদের একটি বিশাল ভূমিকা রয়েছে। নির্মোহভাবে সংবাদ উপস্থাপন করা, বিশেষ গোষ্ঠীকে রিপ্রেজেন্ট না করা। প্রতিনিধিত্ব করা প্রকৃত পক্ষে মানুষের।
শেখ বশিরউদ্দীন বলেন, জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোন মনোপলি নেই। এই বিষয়টা আল্লাহ সবার জন্য সমান করে দিয়েছে। আমরা যদি পরিশ্রম করি তাহলে আমরা জ্ঞান অর্জন করতে পারব। জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোনো ধরনের কৃপণতা করবেন না।
তিনি বলেন, আমরা যখন ফোন ব্যবহার করি তখন নতুন ফোন আসার সঙ্গে সঙ্গে যেমন পুরাতন মডেলের অনেক সফটওয়্যার আর রিলিভেন্ট থাকে না তেমনি জ্ঞান অর্জন একটি ধারাবাহিক প্রসেস। ছাত্রদের বিশেষভাবে অনুরোধ করবো জ্ঞান অর্জনের ক্ষেত্রে কোনো কৃপণতা করবেন না। প্রচেষ্টা জারি রাখবেন। পেশাদারি জীবনে প্রকৃত পেশাদারিত্ব চর্চা করবেন।
বৃত্তিপ্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুক্কুর আলী শুভ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন।
বিআরইউ